রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১ অক্টোবর ২০২৫, ৩:২১ অপরাহ্ন
শেয়ার

নতুন আঙ্গিকে ‘স্টারগল্প’ সিজন টু


Star Golpo

দ্বিতীয় সিজনের প্রথম পর্বের অতিথি বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ

সেলিব্রেটি শো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন আঙ্গিকে। দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়েছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ ও শক্তিশালী অভিনেতা তারিক আনাম খান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল। তার সাবলীল আলাপচারিতা ও গভীর প্রশ্নে উঠে এসেছে দুই তারকার জীবনের অনাবিষ্কৃত অনেক গল্প। প্রথম সিজনের তুলনায় এবারকার আয়োজন আরও পরিপূর্ণ ও পরিমার্জিত। আলোচনায় এসেছে শিল্প-সংস্কৃতি, শৈশব স্মৃতি, ব্যক্তিজীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন ও অনুপ্রেরণার নানা দিক।

শুধু বিনোদন নয়, দর্শকরা এখানে পাচ্ছেন তারকাদের অন্তর্লোকের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প। সেট ডিজাইন, আলোকসজ্জা ও নির্মাণশৈলীও শোতে যুক্ত করেছে নতুন মাত্রা।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করছেন মনজুরুল হক মঞ্জু। সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে উজ্জ্বল রহমান।

উপস্থাপক পান্থ আফজাল বলেন, স্টারগল্প কেবল একটি টক শো নয়, এটি তারকাদের জীবনের মানবিক দলিল। এখানে নেই চটকদার উত্তর, আছে বাস্তব অভিজ্ঞতা ও প্রেরণা।

আগামী পর্বগুলোতে টেলিভিশন নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের আরও জনপ্রিয় তারকাদের দেখা যাবে।