
গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি সেনারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে আন্তর্জাতিক জলসীমায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের ইসরায়েলের আশদোদ সমুদ্রবন্দরে নেওয়া হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গ্রেটা থুনবার্গকে আটক করার পর তার জিনিসপত্র ফেরত দিচ্ছেন এক ইসরায়েলি সেনা। মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লোটিলার কয়েকটি জাহাজ ইতোমধ্যে আটক করা হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে পাঠানো হচ্ছে। তবে গ্রেটা ও তার সহকর্মীরা নিরাপদ ও সুস্থ আছেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবাহিনী অন্তত ছয়টি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এগুলো হলো— দেইর ইয়াসিন বা মালি, হুগা, স্পেকট্রে, আদারা, আলমা ও সিরিয়াস।
ইতোমধ্যে আলমা ও আদারা জাহাজে ইসরায়েলি সেনারা ওঠে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এসময় অধিকারকর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে।
ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশক বলেন, “মানবিক এই মিশন সরাসরি সাগরে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে। আলমা জাহাজকে দুই দিক থেকে ঘিরে ফেলেছে তারা।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী সরাসরি কয়েকটি জাহাজে প্রবেশ করে অধিকারকর্মীদের আটক করেছে। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জলসীমায় পুরো ফ্লোটিলাকে ঘিরে ফেলে।
প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সমন্বয়ক ডেভিড অ্যাডলার এক চিঠিতে জানান, ইসরায়েলি জাহাজগুলো তাদের বহরকে ঘিরে ভয় দেখিয়েছে এবং পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এটি হতে পারে তার “শেষ চিঠি।”
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, আশদোদ বন্দরে মোতায়েন করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ সদস্য। হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নৌবাহিনীর এলিট ইউনিট শায়েতেত-১৩ এ অভিযানে অংশ নিচ্ছে। আটক কর্মীদের কেউ কারাগারে পাঠানো হবে, আবার ফেরত পাঠানো হতে পারে। এমনকি কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে।
এদিকে ইতালি ও গ্রিস ইসরায়েলকে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ফ্লোটিলায় রয়েছে ৪৪টি জাহাজ। এতে যাত্রী সংখ্যা প্রায় ৪৯৭ জন- তাঁদের মধ্যে আছেন ৪৪টি দেশের কর্মী, সাংবাদিক ও শিল্পী। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
তুরস্কের নৌবাহিনী নিরাপত্তা দিতে চেষ্টা করলেও ইতালীয় ফ্রিগেট উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে সরে যায়।
গত ৩১ আগস্ট স্পেন থেকে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজামুখী সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এর আগে জুন ও জুলাই মাসেও গাজায় ত্রাণ পাঠানোর দুইটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ইসরায়েল।