
গাজা সংকট মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বারবার ভেটো প্রয়োগে গভীর হতাশা ও দুঃখ প্রকাশ করেছে চীন।
বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিতর্কে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ ব্যাহত হয়েছে এবং প্রায় দুই বছর ধরে চলা গাজা সংকটে যুদ্ধবিরতির আহ্বান বারবার ভেস্তে গেছে।
ফু বলেন, যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে মানবিক বিপর্যয় তীব্রতর হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক বিবেকের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা, গাজা দখলের পরিকল্পনা ত্যাগ করা এবং মানবিক সাহায্যের প্রবেশাধিকার পুনঃস্থাপনের আহ্বান জানান।
চীনা প্রতিনিধি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানিয়ে দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন ছাড়া স্থায়ী শান্তির বিকল্প নেই।