
গাজা অভিমুখী মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহরের ওপর ইসরায়েলি সৈন্যদের হামলার ও শত শত সমাজকর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “ফিলিস্তিন যতদিন স্বাধীন হবে না, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে।”
রফিকুল ইসলাম খান বলেন, গতকালের ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলায় শত শত কর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে আজকের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী গাজায় নারীবর্গ ও শিশুদের লক্ষ্য করে গণহত্যা চালাচ্ছে এবং সাধারণ মানুষকেই নির্যাতনের মুখে ফেলছে।
সমাবেশে তিনি বলেন, “গতকালের নৃশংস হামলায় পাঁচশ’ অধিক অধিকারকর্মী ও ত্রাণকর্মী গ্রেপ্তার হয়েছে; এর ফলে বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। তথাপি কিছু শক্তিধর দেশই ছোট্ট ইসরায়েলের পক্ষে অস্ত্র-সহায়তা ও কুটনীতিক সমর্থন দিয়ে এই নৃশংসতার সাথে জড়িত হচ্ছে।”

রফিকুল ইসলাম খান জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান—ইসরায়েলের হামলা দমন, দখলকৃত অঞ্চল মুক্ত ঘোষণার দাবি ও ত্রাণকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া। তিনি বাংলাদেশের সরকারের নিন্দা ও মুক্তির দাবিকেও স্বাগত জানান।
তিনি আরও বলেন, “এই অনৈতিক সহায়তা মানবতার বিরুদ্ধে এক ধরনের খেলা; আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ।”
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সময়ে বিক্ষোভ ও প্রতিবাদী স্লোগান দেন।