
সহজ খেলাকে কঠিন করে জেতাটা যেন বাংলাদেশ দলের অভ্যাসে পরিণত হচ্ছে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একই চিত্র। মাঝ পথে খেই হারিয়ে ফেলে আবার শেষে এসে প্রয়োজনীয় কাজটা করা।
প্রথম ম্যাচে যেমন শেষ দিকে এসে কাজটা সারতে হয়েছিল, দ্বিতীয় ম্যাচেও একই চিত্র দেখা গেল। সহজ লক্ষ্যও জটিল করে তোলার পর শেষ মুহূর্তে ভরসা দিলেন নুরুল হাসান সোহান।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে মাঝপথে হোঁচট খেয়েছিল টাইগাররা। তবে শেষ পর্যন্ত সোহানের শান্ত ইনিংস আর শরিফুল ইসলামের সাহসী সঙ্গই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এর আগে প্রথম ম্যাচে তার পাশে ছিলেন রিশাদ হোসেন। দুই ভিন্ন সঙ্গী পেলেও ফল একই—বাংলাদেশের জয়।
রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র ২ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ফিল সিমন্সের শিষ্যরা।




























