
চীনের জাতীয় দিবসের ছুটিতে দেশটির উসি শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের একটি মিলনমেলা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উসির বিখ্যাত থাইহু হ্রদের তীরে আয়োজিত এই ক্যাম্পিং ও নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানোর এই আয়োজনে অংশ নেন শহরটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক বাংলাদেশি।
চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও ভিসার সুযোগ বাড়ার ফলে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী চীন, বিশেষ করে উসির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে এসেছেন। উসি শহরটি চিয়াংসু প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও শিক্ষাকেন্দ্র এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত।
এই বর্ষার মৌসুমে থাইহুর প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। এই অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই পুরনো শিক্ষার্থী ও পেশাজীবীরা অভ্যর্থনা জানান উসি ইনস্টিটিউট অব টেকনোলজি, চিয়াংনান ইউনিভার্সিটি ও উসি ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের।
অনুষ্ঠানের শেষে সকলের কণ্ঠে ধ্বনিত হয় বন্ধুত্বের মন্ত্র – ‘চীন-বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক!’