
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর।
জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ানের তথ্য অনুযায়ী, রমজান নির্ভর করে নতুন চাঁদ ওঠার ওপর। এবারের নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে জন্ম নেবে। তবে সূর্যাস্তের কিছুক্ষণ পরই সেটি দিগন্তের নিচে চলে যাবে, ফলে সেদিন খালি চোখে চাঁদ দেখার সুযোগ থাকবে না। এ কারণেই ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তিনি জানান, আবুধাবিতে রমজানের শুরুতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষদিকে বাড়তে বাড়তে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। দিনের আলোও শুরুতে প্রায় ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ধীরে ধীরে বেড়ে মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।
আবহাওয়ার দিক থেকেও রমজান হবে বৈচিত্র্যময়। শুরুতে রাজধানী আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা মূলত শীতকালীন উত্তরী হাওয়ার প্রভাবে নির্ধারিত হবে। তবে মাসের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে—১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সেই সময় বসন্তকালীন আবহাওয়া এবং পশ্চিমা বাতাসের প্রভাবও শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
আল জারওয়ান আরও উল্লেখ করেন, পুরো রমজান মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গড় হিসেবে এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা মৌসুমি আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।