
চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক। ছবি: সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা ও একাধিক সুপারহিট সিনেমার পরিচালক এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
দীর্ঘদিন ধরে হার্নিয়ায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাকে রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মানিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দ্রুত অস্ত্রোপচার করানো জরুরি হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবারের সম্মতি ও সিদ্ধান্ত—যা ছাড়া অস্ত্রোপচার শুরু করা সম্ভব নয়।
চলচ্চিত্রজগতে এফ আই মানিকের অবদান অনস্বীকার্য। নব্বই ও দুই হাজার দশকের শুরুতে তিনি উপহার দিয়েছেন একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা। তার নির্মিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে—**‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘মনের মধ্যে ভালোবাসা’, ‘আমার প্রাণের প্রিয়া’**সহ আরও বহু হিট ছবি।
গুরুতর অসুস্থ এই নির্মাতার দ্রুত সুস্থতা কামনা করেছেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও সহকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মানিকের আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য আহ্বান জানিয়েছেন।
বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে বাণিজ্যিক ঘরানার সিনেমায় বিশেষ অবদান রাখা এফ আই মানিক বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।