
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে চলমান অচলাবস্থা এবার সংকটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিন দফা দাবি পূরণে বিসিবিকে আগামীকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকার প্রভাবশালী ক্লাবগুলো। দাবি আদায় না হলে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের মতো কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
শনিবার (৪ অক্টোবর) মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ৪৮টি ক্লাব তিন দফা দাবির পক্ষে একমত হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, প্রয়োজনে অ্যাডহক কমিটির অধীনে নতুন নির্বাচন আয়োজন করা এবং বর্তমান নির্বাচনী তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করা।
মোহামেডান ক্লাবের কর্মকর্তা মাসুদউজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ক্রীড়া উপদেষ্টার কাছে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ রেখেছিলাম। কিন্তু কোনো ইতিবাচক সাড়া না পেয়ে বাধ্য হয়েই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। যারা রিট করেছেন, তারা যদি সত্যিই বাংলাদেশ ক্রিকেটের মঙ্গল চান, তবে আলোচনায় বসে যৌক্তিক সমাধান বের করতে হবে।”
বিসিবি নির্বাচন ঘিরে এই সংকটের সূত্রপাত তৃতীয় বিভাগ থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্ট কর্তৃক স্থগিত হওয়ার পর থেকেই। এই সিদ্ধান্তের পরই সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি পরিচালক প্রার্থী হিসেবে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তামিমের সঙ্গে প্রার্থিতা প্রত্যাহার করা একাধিক ক্লাব প্রতিনিধি। এছাড়া আজই নির্বাচন থেকে সরে দাঁড়ানো লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুতফর রহমানও উপস্থিত থেকে ক্লাবগুলোর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।




























