
বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান বর্তমানে স্টেজ-৩ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েও অভিনয় জগতে সক্রিয় আছেন। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করেও কাজ চালিয়ে যাওয়ার গুরুত্ব ও সমাজে প্রচলিত এক বিভ্রান্তিকর ধারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
হিনা বলেন, “অনেকে ভাবে ক্যান্সার হলে জীবনের সব শেষ, বাড়িতে বসে থাকতে হয়— এটা একদম ভুল ধারণা। কয়েকটা দিন সত্যিই কঠিন যায়, কিন্তু তারপর ধীরে ধীরে কাজেও ফেরা যায়। আপনার ইচ্ছাশক্তি, মানসিক দৃঢ়তা আর পরিবারের ভালোবাসাই আপনাকে সামনে এগিয়ে নিতে পারে।”
‘ইয়ে রিশতা ক্যা কহলাতা হ্যায়’ ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রী দৃঢ়ভাবে বলেন, “আমি কখনও অভিনয় ছেড়ে দেব না। যতদিন শরীর সাপোর্ট করবে, ততদিন আমি কাজ চালিয়ে যাব। মানসিক শক্তিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন ক্যান্সার কিছুই না, তাহলে সেটাই সত্যি হয়ে যায়।”
২০২৪ সালের জুনে হিনা খান নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করেন যে, তিনি স্তন ক্যান্সারের তৃতীয় ধাপে আক্রান্ত হয়েছেন। সেই সময় তিনি ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তায় লেখেন,
“আমার সকল প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, আমার ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু আমি শক্ত আছি, দৃঢ়সংকল্পবদ্ধ, এবং এই রোগকে জয় করার জন্য প্রস্তুত। চিকিৎসা শুরু হয়ে গেছে এবং আমি বিশ্বাস করি, আরও শক্ত হয়ে ফিরে আসব।”
হিনা আরও জানান, ক্যান্সারে আক্রান্ত শিল্পীদের কাজ না করার যে সামাজিক ট্যাবু রয়েছে, তা ভাঙা দরকার। তাঁর ভাষায়, “একজন শিল্পীর কাজই তার প্রাণ। অসুস্থতা মানে থেমে যাওয়া নয়; বরং জীবনকে নতুনভাবে আঁকড়ে ধরা।”
উল্লেখ্য, ছোটপর্দায় ‘অক্ষরা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া হিনা খান পরে ‘কসৌটি জিন্দেগি কে ২’-এ ‘কোমোলিকা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন।