বুধবার । ডিসেম্বর ৩, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ৫ অক্টোবর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার

আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার পেলেন স্থপতি সানজিদা শামস


sanjida shams

স্থপতি সানজিদা শামস

মর্যাদাপূর্ণ বাকু ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ডে সম্মানজনক স্বীকৃতি লাভ করেছেন বাংলাদেশের স্থপতি সানজিদা শামস। তার আর্কিটেকচারাল ফার্ম ইনোভা আর্কিটেক্টস এর প্রকল্প “ম্যাক ডিজাইন হাউস” সেরা বাস্তবায়িত ইন্টেরিয়র প্রজেক্ট (ক্যাটাগরি সি)-এ তৃতীয় স্থান লাভ করেছে।

এই বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন পর্তুগালের স্থপতি রাওলিনো সিলভা ও দ্বিতীয় পুরস্কারপেয়েছেন বাংলাদেশের শরীফ উদ্দিন আহাম্মেদ।

আজারবাইজানের সংস্কৃতি মন্ত্রণালয়, আর্কিটেক্টস অব আজারবাইজান (UAA) এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস (UIA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৪০টি দেশের স্থপতিরা অংশ নেন। এবার ছিল মর্যাদাপূর্ণ বাকু ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল অ্যাওয়ার্ডের সপ্তম আসর।

Desing 1

প্রকল্পের বৈশিষ্ট্য
সানজিদা শামসের নকশায় নির্মিত “ম্যাক ডিজাইন হাউস” মূলত তৈরি পোশাক প্রতিষ্ঠান ম্যাক গার্মেন্টসের প্রদর্শনী কেন্দ্র ও ক্রেতা মিলনস্থল। স্যাঁতস্যাতে ও অন্ধকারাচ্ছন্ন এক পুরনো গুদামঘরকে আধুনিক আলোকসজ্জা ও নকশার মাধ্যমে রূপান্তর করা হয়েছে একটি প্রাণবন্ত প্রদর্শনী স্থানে।

কালো টাইলসের ওপর সাদা দেয়াল ও ফার্নিচার, সাদা জাফরির পার্টিশন এবং হলুদাভ আলোর সংমিশ্রণে তৈরি হয়েছে এক অনন্য আবহ। ফলে স্থাপনার সৌন্দর্য ও কার্যকারিতা একসঙ্গে মিশে গিয়ে জায়গাটিকে দিয়েছে নতুন মাত্রা।