রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৫ অক্টোবর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
শেয়ার

বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে লাগাতার কর্মসূচির ঘোষণা শিক্ষকদের


MPO-Teachers

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবি থেকে কোনোভাবেই পিছু হটবে না। দাবি আদায়ে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা শর্তসাপেক্ষে ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।”

এই প্রজ্ঞাপন প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, “আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রজ্ঞাপনটির সত্যতা নিশ্চিত হয়েছি। তবে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি আমাদের সঙ্গে করা আলোচনার পরিপন্থী। তাই আমরা এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, গত ১৩ আগস্ট শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল- ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু সরকার সে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সামান্য ৫০০ টাকা বৃদ্ধি করেছে, যা “অবমূল্যায়ন” বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষ আজিজী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী ইতোমধ্যে ২০ শতাংশ বাড়িভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় এক লাখ শিক্ষক-কর্মচারীর মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনেই অবস্থান চালিয়ে যাবেন।