
ছবি: সংগৃহীত
কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরে এসব অভিযানে বিভিন্ন দেশের ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত পাঠানো অধিকাংশ প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে তারা ভবিষ্যতে নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
আরব টাইমসের তথ্য অনুযায়ী, আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক ব্যবসা, ভিসা বাণিজ্য, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ও পতিতাবৃত্তিসহ নানা অভিযোগে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, মিসরসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।