
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএস) পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাত শিক্ষার্থী।
বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সৈয়দ নাজমুস জাওয়াদ। তিনি সিএসসির টাইপ ‘এ’ বৃত্তি পেয়ে উহান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইনফরমেশন ম্যানেজমেন্টেে ই-কমার্স ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন। চীনের সিএসসি টাইপ ‘এ’ বৃত্তি পেয়ে উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান।
বুটেক্সের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন। তিনি সিএসসি টাইপ ‘বি’ বৃত্তি পেয়ে উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন।
মো. ইসহাক বুটেক্সের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী, সিএসসি টাইপ ‘এ’ বৃত্তি পেয়ে তংহুয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ অব টেক্সটাইলসে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন।
বুটেক্সের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল রাহাদ। তানভীর সিকদার বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি সিএসসি টাইপ ‘বি’ বৃত্তি নিয়ে ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন। অনিক কুমার দাস সিএসসির টাইপ ‘এ’ বৃত্তি নিয়ে শাংহাই চিয়াও থং বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন।
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের এই বৃত্তি চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ দেয়। বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমাসহ সব ব্যয় চীন সরকার বহন করে।