রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৬ অক্টোবর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
শেয়ার

নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক


reserve

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৬ অক্টোবর) ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে এই ক্রয় সম্পন্ন হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কিনেছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলারে।

অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের দরে স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ সময়োপযোগী। তাদের মতে, “ডলারের দাম অতিরিক্ত বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায়, আর দর পড়ে গেলে রেমিট্যান্স ও রফতানিতে প্রভাব পড়ে। তাই ভারসাম্য রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ।”

বিশেষজ্ঞদের মতে, নিলামের মাধ্যমে ডলার কেনা রেমিট্যান্স প্রেরক ও রফতানিকারকদের বাড়তি সুবিধা দিচ্ছে, যা বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। একইসঙ্গে এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য না আসা পর্যন্ত নিলামের মাধ্যমে ডলার কেনা অব্যাহত থাকবে।