
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু ঘটনার রিপোর্ট দাখিল হবে, আপনারা দেখবেন। আজ আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।”
চিফ প্রসিকিউটর জানান, তদন্তের প্রয়োজনীয় সময় ইতোমধ্যেই পার হয়েছে। এখন একে একে বিভিন্ন মামলার ফরমাল চার্জ দাখিল হচ্ছে। তিনি বলেন, “বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনেকগুলো মামলা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির যে প্রত্যাশা ছিল- মানবতাবিরোধী অপরাধ, গুম ও হত্যার বিচার বাংলাদেশে হবে- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই পথে সঠিকভাবে এগোচ্ছে।”
ওবায়দুল কাদেরের মামলাসহ আলোচিত রাজনৈতিক মামলাগুলোর প্রসঙ্গে তিনি বলেন, “সব কিছু একবারে হবে না। ক্রমান্বয়ে একটার পর একটা মামলা প্রক্রিয়ায় আসবে। এগুলোর অনেকই এখন ম্যাচিউর স্টেজে আছে। যথাসময়ে ফলাফল দেখা যাবে। কেউ বিচার এড়াতে পারবেন না- এমন আশা করা অর্থহীন।”
গুমের মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি আরও জানান, “সব মামলার তদন্ত এখনো শেষ না হলেও প্রধান কয়েকটির রিপোর্ট এই সপ্তাহেই দাখিল হবে। যেহেতু এটি অত্যন্ত জটিল ধরনের মামলা, তাই প্রতিটি বিষয় খুঁটিনাটি যাচাই করা হচ্ছে। ইনশাআল্লাহ, এই সপ্তাহের মধ্যেই রিপোর্ট হাতে পাবেন।”
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এসব মামলার তদন্ত সম্পন্ন হলে দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে।