রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ অক্টোবর ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
শেয়ার

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৪৭


nepal-flood

নেপালে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত ৪৭

নেপালে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় সেতু ধসে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধাউবোজি জানান, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক পৃথক স্থানে ভূমিধসে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

তিনি আরও জানান, গত শুক্রবার থেকে বন্যার পানিতে ভেসে গিয়ে নয়জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বজ্রপাতে নেপালের অন্যান্য অঞ্চলে আরও তিনজনের মৃত্যু হয়েছে। হিমালয় ঘেঁষা দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে টানা বর্ষণে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত জানান, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকার সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে জরুরি সেবা সংস্থাগুলোর কর্মকর্তারা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

সরকারের মুখপাত্র রমেশ্বর ডাঙ্গাল জানান, প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপালের আবহাওয়া অধিদপ্তর কয়েকটি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। অধিদপ্তরের প্রধান কমল রাম জোশি নদী ও খালের তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। (সূত্র: আল জাজিরা)