
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ হিসেবে সব বন্দি মুক্তির প্রস্তাবে শুক্রবার সম্মতি জানিয়েছিল হামাস। কিন্তু সেই ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে হামলা চালিয়ে আরও ১০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
মিশরে সোমবার (৬ অক্টোবর) থেকে নতুন যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সপ্তাহান্তে গাজা উপত্যকা জুড়ে তীব্র বোমাবর্ষণ চালানো হয়। আবাসিক এলাকা, শরণার্থী শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলার খবর পাওয়া গেছে।
গাজা সিটির বাসিন্দাদের দাবি, আল-জাল্লা ও আশপাশের এলাকায় দূরনিয়ন্ত্রিত ড্রোন থেকে বিস্ফোরক ব্যারেল ফেলে ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার সকালেও আরও সাতজনের মৃত্যু হয়েছে।
ওই কার্যালয় আরও জানায়, সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় ১৩১টি বিমান ও গোলাবর্ষণ অভিযান চালিয়েছে।
গাজার সরকারি হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০ হাজারের বেশি শিশু রয়েছে। এছাড়া প্রায় ৯ হাজার ৫০০ জন নিখোঁজ, যাদের বেশিরভাগই মৃত বলে ধারণা করা হচ্ছে।




























