
সাদা গাড়িটিতে করে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন আব্দুল হাকিম। পথে হাটহাজারীর মদুনাঘাটে গাড়ি লক্ষ করে গুলি করে সন্ত্রাসীরা
চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীদের গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবদুল হাকিম প্রাইভেট কারে রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার তারেক আজিজ জানান, গুলিবিদ্ধ অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে আবদুল হাকিম মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি রাউজানের বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িকভাবে ভেষজ পণ্য, গরু খামার ও কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, হঠাৎ ঘটে যাওয়া হামলায় মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনা রাউজানের সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ঘটে, যেখানে গত ৫ আগস্টের পর সহিংসতায় অন্তত ১৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।