
নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দোরগোড়ায় গিয়েও আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে হেরে গেলো বাংলাদেশ নারী দল। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে বিপদে ফেলেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচজুড়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকলেও, ইংল্যান্ড অধিনায়ক হেইথার নাইটকে ঘিরে আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্তই বদলে দেয় পুরো খেলার চিত্র।
বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড যখন ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে, তখন লেগ স্পিনার ফাহিমা খাতুনের বলে ফিরতি ক্যাচ দেন নাইট। মাঠের আম্পায়ার প্রাথমিকভাবে আউট ঘোষণা না করলেও নাইট নিজেই ক্রিজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন ‘নট আউট’।
এই বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচের গতি পাল্টে যায়। জীবন পেয়ে নাইট ১১১ বল মোকাবিলা করে ৭৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে ফাহিমা খাতুন বলেন, “সে (নাইট) স্পষ্টতই আউট ছিল। আম্পায়ার যদি সঠিক সিদ্ধান্ত দিতেন, ফলাফল অন্যরকম হতে পারতো।” এমনকি নাইটও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, আমি ভেবেছিলাম আউট হয়ে গেছি।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারির ৬০ ও রাবেয়া খানের শেষ মুহূর্তের ৪৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ১৭৮ রান। ইংল্যান্ডের পক্ষে সোফি একলস্টোন নেন ৩ উইকেট।
বাংলাদেশের স্পিনার ফাহিমা ফাহিমা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।