
ফাইল ছবি
মিয়ানমারে একটি ধর্মীয় উৎসব ও বিক্ষোভ অনুষ্ঠানে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৮০ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মধ্যাঞ্চলের চাউং উ টাউনশিপে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় আয়োজক কমিটির সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ থাদিংগ্যুত পূর্ণিমা উৎসব ও এক বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছিলেন— এমন সময় জান্তা বাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করা হয়।
আয়োজক কমিটির একজন সদস্য বলেন, সন্ধ্যা ৭টার দিকে যখন সবাই উৎসব ও বিক্ষোভে জড়ো হয়েছিল, তখনই আকাশ থেকে বোমা ফেলা হয়। আমরা দ্রুত মানুষকে সতর্ক করি, প্রায় এক-তৃতীয়াংশ পালাতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরচালিত প্যারাগ্লাইডার জনসমাগমের উপর দিয়ে উড়ে গিয়ে দুটি বোমা ফেলে। এতে বহু মানুষ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। গণতন্ত্রপন্থি বিদ্রোহীরা বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিলে জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে।
এদিকে, জান্তা সরকার এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে জাতিসংঘের বিশেষজ্ঞরা একে ‘প্রহসন নির্বাচন’ বলে আখ্যা দিয়েছেন এবং বিদ্রোহীরা এটি ঠেকানোর ঘোষণা দিয়েছে।




























