রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৩


plane-crash

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) পূর্ব আরকানসাসে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে রাজ্য পুলিশ নিহতের তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কার্ক ডটকম।

প্রতিবেদনে বলা হয়, ছোট আকারের বিমানটি নিউ অরলিন্স থেকে জোন্সবোরোর উদ্দেশে রওনা দিয়েছিল। পথে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানার পর বিমান কর্তৃপক্ষ রাজ্যের জরুরি দপ্তরের সহায়তা চায়।

পুলিশের বরাতে জানা গেছে, মিডওয়ের পশ্চিমে স্টেট হাইওয়ে ৭৫ ও ৩০৬-এর সংযোগস্থলের কাছে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং মার্কিন বিমান বাহিনীর যৌথ উদ্ধার দল সেখানে অভিযান চালায়।

মেমফিস এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল, তবে ঠিক কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে রাজ্য পুলিশের বিশেষ এজেন্টরা জানান, নিখোঁজ সেসনা ২১০বি মডেলের বিমানটি পার্কিন এলাকার বাইরে হাইওয়ে ৩০৬-এর দক্ষিণে পাওয়া গেছে।

দুর্ঘটনায় নিহত তিনজন হলেন— হেবার স্প্রিংসের বাসিন্দা ও বিমানের পাইলট বব ক্লার্ক বোল্টন জুনিয়র (৫৯), জোন্সবোরোর বাসিন্দা স্ট্যানলি মিচেল (৫২), একই এলাকার আরেক যাত্রী মাইকেল মন্টগোমারি (৫৬)।

এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন।