রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৮ অক্টোবর ২০২৫, ৪:০৮ অপরাহ্ন
শেয়ার

ধাতব-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


Nobel chemistry

২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—জাপানের সুশুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর ইয়াগি। তারা যৌথভাবে এই স্বীকৃতি পেয়েছেন ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ বা ধাতব-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য।

বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের নোবেল কমিটি এই ঘোষণা দেয়। কমিটি জানিয়েছে, এই উদ্ভাবন রসায়নবিদদের “বিভিন্ন জটিল বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেন, মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক বিপুল সম্ভাবনাময় একটি উদ্ভাবন। এটি নতুন কার্যকারিতাসম্পন্ন কাস্টমাইজড উপাদান তৈরির অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে।

এই কাঠামোগুলো মূলত এমনভাবে নকশা করা হয়েছে, যাতে অণুর মধ্যে বড় ফাঁকা জায়গা তৈরি হয়—যেখানে দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক সহজে প্রবাহিত হতে পারে। কমিটি জানিয়েছে, এই কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ, কার্বন ডাই–অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ কিংবা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব।

এর আগের বছর, ২০২৪ সালে, রসায়নে নোবেল পুরস্কার পান তিন বিজ্ঞানী যারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রায় সব পরিচিত প্রোটিনের গঠন নির্ণয়ের কৌশল উদ্ভাবন করেন। তাদের মধ্যে ছিলেন গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস। এই উদ্ভাবন জীববিজ্ঞানে পাঁচ দশক ধরে অমীমাংসিত একটি সমস্যার সমাধান এনে দেয়।

২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন গবেষক, যারা কোয়ান্টাম ডটস আবিষ্কার ও উন্নয়ন করেন—যা বর্তমানে এলইডি আলো, টেলিভিশন পর্দা এবং ক্যানসার টিস্যু অপসারণে সার্জারির সময় ব্যবহৃত হয়।

এই পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১০ লাখ মার্কিন ডলার।