
পারস্পরিক আস্থা বৃদ্ধি, বিভ্রান্তি এড়ানো, সহযোগিতা গভীর করা এবং একে অপরের সাফল্যে অবদান রাখার মাধ্যমে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীন ও দক্ষিণ কোরিয়া একযোগে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ঘনিষ্ঠ অংশীদার।
তিনি উল্লেখ করেন, চলতি বছর দক্ষিণ কোরিয়া এবং আগামী বছর চীন এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের আয়োজক হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, একটি সমন্বিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ার লক্ষ্যে, দুই দেশ পারস্পরিক সহায়তার মাধ্যমে ঐক্য ও সহযোগিতা জোরদার করবে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করবে, বহুপাক্ষিকতাকে সমর্থন দেবে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএএপি) গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।
চো হিউন বলেন, দক্ষিণ কোরিয়া চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সম্পর্কের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তিনি আশা প্রকাশ করেন, এপেক বৈঠকটিকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বিনিময় ও সহযোগিতা গভীর করার সুযোগ হিসেবে কাজে লাগানো হবে।




























