
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বেলাল হোসাইনকে এনবিআর থেকে প্রত্যাহার করে আপিল ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।
এর আগের দিন, মঙ্গলবার (৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, বেলাল হোসাইন তার সম্পদ বিবরণীতে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্তে দেখা গেছে, সরকারি দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতির মাধ্যমে মোট ৪ কোটি ৯৭ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।
অভিযোগে আরও বলা হয়, সম্পদ বিবরণীতে বেলাল হোসাইন ইচ্ছাকৃতভাবে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ প্রদান করেছেন, যা সরকারি কর্মকর্তার আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এনবিআরের একাধিক সূত্র জানিয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই বেলাল হোসাইনের কর্মকাণ্ড নিয়ে অভ্যন্তরীণ পর্যবেক্ষণ চলছিল। অবশেষে দুদকের মামলার পরিপ্রেক্ষিতে তাকে বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।