রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৮ অক্টোবর ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২০৯১০১ টাকা


gold

ফাইল ছবি

বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও দফায় দফায় বাড়ছে সোনার দাম। নতুন করে ভরিপ্রতি ৬ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

আজ বুধবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪২ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার সঙ্গে বেড়েছে রুপার দামও। দাম বেড়ে বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৬৫৪ টাকায় উঠেছে। ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।