
নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমন
নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই অভিযান সম্পর্কিত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।