
২০২৫ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির বিখ্যাত ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকাই। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বৃহস্পতিবার এ ঘোষণা দেয়।
দার্শনিক ভাবনাচিন্তা, গভীরতা এবং ব্যঙ্গাত্মক রসবোধে ভরপুর লেখার জন্য পরিচিত ৭১ বছর বয়সী ক্রাসনাহোরকাই এই পুরস্কারের ১২২তম প্রাপক।
পুরস্কার প্রদানের বিবৃতিতে বলা হয়েছে, অপোক্যালিপটিক ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার এক গভীর ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য” তাকে এ বছরের নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
ক্রাসনাহোরকাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা—যেমন তার প্রথম উপন্যাস ‘সাটানতানগো’ এবং ‘দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স’—হাঙ্গেরির চলচ্চিত্র নির্মাতা বেলা টার পরিচালনায় চলচ্চিত্রে রূপ পেয়েছে।
নোবেল জয়ের মাধ্যমে তিনি টনি মরিসন, আর্নেস্ট হেমিংওয়ে ও কাজুও ইশিগুরোর মতো বিশ্বখ্যাত সাহিত্যিকদের কাতারে নাম লিখিয়েছেন।
এর আগের বছর, ২০২৪ সালে, নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। মানবজীবনের ভঙ্গুরতা ও ইতিহাসের গভীর ক্ষতকে তীব্র কাব্যিক গদ্যে ফুটিয়ে তোলার জন্য তাকে সম্মানিত করা হয়েছিল। হান কাং ছিলেন প্রথম দক্ষিণ কোরিয়ান লেখক এবং নোবেল সাহিত্য পুরস্কার পাওয়া ১৮তম নারী।




























