
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ১১ দফা নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে। রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ, যা বাংলাদেশের জন্য ডু অর ডাই লড়াই হিসেবে দেখা হচ্ছে।
ম্যাচটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিট বিক্রি শুরুর মাত্র ২৪ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। ইতিমধ্যে অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশও করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে খেলা আয়োজনের লক্ষ্যে বাফুফে নিচের ১১টি বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে—
১. কোনো ধরনের অস্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. মাদকদ্রব্য বা বেআইনি সামগ্রী আনা যাবে না।
৩. জাতিগত, রাজনৈতিক, ধর্মীয় বা উস্কানিমূলক বার্তা বা সামগ্রী নিষিদ্ধ।
৪. আতশবাজি বা আগুন লাগার ঝুঁকি তৈরি করে এমন কিছু আনা যাবে না।
৫. সহায়ক প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না।
৬. বড় বা ভারি বস্তু, যা আসনের নিচে রাখা যায় না, তা আনা নিষিদ্ধ।
৭. লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যন্ত্র বা খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করে এমন কিছু নিষিদ্ধ।
৮. প্রচারমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি সামগ্রী আনা যাবে না।
৯. ব্যক্তিগত ব্যবহারের বাইরে কোনো রেকর্ডিং ডিভাইস বা ক্যামেরা নিষিদ্ধ।
১০. জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে বা ইভেন্টের সুনাম ক্ষুণ্ন করে এমন কিছু আনা যাবে না।
১১. অন্য দর্শকদের খেলা দেখতে বাধা সৃষ্টি করে এমন কোনো সামগ্রী আনা যাবে না।
বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, এসব নির্দেশনা ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে নিরাপত্তা কর্তৃপক্ষ মাঠ থেকে দর্শককে বের করে দিতে পারবে।