
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নিজের নতুন ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’র প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় তাঁর প্রেমজীবন ও বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী হেসে উত্তর দেন- এখন তিনি নিজের জীবনে মনোযোগ দিতে চান, প্রেম বা বিয়ের সময় তাঁর হাতে নেই।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এক ভক্ত জাহ্নবীর সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্কের প্রসঙ্গ তুললে তিনি হেসে বলেন, “আমি এখন নিজের জীবনে খুব খুশি। বিয়ে বা সম্পর্কের জন্য এখন সময় নেই- না আমার, না যাঁর কথা আপনারা বলছেন তাঁর।”
ভক্ত যখন মজা করে বলেন, “নামটা বলতে কী সমস্যা? কোনো জটিলতা আছে নাকি?” তখন জাহ্নবী হেসে বলেন, “তাহলে তো আবার হেডলাইন হয়ে যাবে!”
জাহ্নবীকে আরও ঠাট্টা করে বলা হয়, তাঁর নামের সঙ্গে শিখরের নাম মিশিয়ে ‘জাসি’ বলা যেতে পারে। কিন্তু তিনি মজার ছলে তা প্রত্যাখ্যান করে বলেন, “না না, বরং ‘জানওয়ার’ বলুন!”- যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। তিনি আরও যোগ করেন, “আসলে এমন প্রশ্ন শুনলেই আমি একটু গুলিয়ে ফেলি, তাই উত্তর দিচ্ছি না।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাহ্নবী কাপুরকে দেখা গেছে বরুণ ধাওয়ান, রোহিত সরাফ এবং সান্যা মালহোত্রার সঙ্গে শশাঙ্ক খাইতান পরিচালিত ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ ছবিতে। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমাটি ২ অক্টোবর মুক্তির পর থেকে ইতিমধ্যেই আয় করেছে ৩৮ কোটি রুপি।
এরপর জাহ্নবীকে দেখা যাবে পরিচালক বুচি বাবু সানার পরিচালনায় গ্রামীণ অ্যাকশন-ড্রামা ‘পেড্ডি’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা হিসেবে আছেন দক্ষিণী তারকা রাম চরণ।