এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১৩তম মিনিটেই তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর গোলে লিড নিয়ে চালকের আসনে বসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনা অনুযায়ী শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে নামে বাংলাদেশ। ১৩তম মিনিটে বক্সের বাঁদিকে একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নেওয়া বাঁকানো শটটি হংকংয়ের এক ফরোয়ার্ড হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার মাথায় লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়িয়ে যায়। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে দর্শকরা।
এই ম্যাচে কোচ একাদশে এনেছেন বড় পরিবর্তন। অধিনায়ক জামাল ভূঁইয়া ও প্রবাসী ফুটবলার সমিত সোম ও জায়ানকে একাদশে না রেখে দল সাজিয়েছেন কাবরেরা। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে কেবল রক্ষণভাগে তারিক কাজী এবং মাঝমাঠে হামজা চৌধুরী রয়েছেন।
বাংলাদেশের গোলপোস্ট সামলাচ্ছেন মিতুল মারমা। রক্ষণে আছেন তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন। মধ্যমাঠে হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র। আক্রমণভাগে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম এবং শেখ মোরসালিন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০তম মিনিটের খেলা চলছে। বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে। এখন দেখার বিষয়, এই লিড ধরে রেখে কাবরেরার শিষ্যরা ম্যাচ শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেন কি না।