
ভূমিকম্পের পর বাসা-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে লোকজন।
ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স)।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ফিভোলক্স জানায়, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
সংস্থাটি সতর্ক করেছে, ভূমিকম্পের পর আফটারশক হতে পারে এবং স্বাভাবিকের চেয়ে এক মিটারের বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে দক্ষিণ ও মধ্য ফিলিপাইনের উপকূলীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা নিরাপদ এলাকায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থাও জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জানিয়েছেন, ভূমিকম্পের পর স্থানীয়রা আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন। শক্তিশালী এই ভূমিকম্পে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।




























