রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ অক্টোবর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল


Israel

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল

ইসরায়েলি সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়াও শুরু হবে বলে জানা গেছে।

মধ্যস্থতাকারীদের সমঝোতার ঘোষণার একদিন পর শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইসরায়েলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অনুমোদন করে। এতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স (সাবেক টুইটার)-এ পোস্টে জানান, “সরকার জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে।”

চুক্তির ঘোষণায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের নির্বাসিত নেতা খলিল আল-হাইয়া বলেন, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো থেকে যুদ্ধের অবসানের নিশ্চয়তা পাওয়া গেছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে, এবং ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিমুক্তির প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে গাজায় ২০ জন ইসরায়েলি জিম্মি জীবিত এবং ২৬ জনের মরদেহ উদ্ধারযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, জীবিতদের মুক্তির চেয়ে নিহতদের মরদেহ উদ্ধারে বেশি সময় লাগতে পারে।

দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজার লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং তাঁরা শরণার্থীশিবিরে মানবেতর জীবনযাপন করছেন। যুদ্ধবিরতি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসাসহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় প্রবেশ করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি নিয়ে তাঁর প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাস ও ইসরায়েল সম্মত হয়েছে।