রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১০ অক্টোবর ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
শেয়ার

শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো


Maria Machado

এ বছর শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নওরোজিয়ান নোবেল কমিটি আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় ২০২৫ সালের শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে।

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস ভূমিকার স্বীকৃতি হিসেবে মারিয়া কোরিনা মাচাদোকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

নোবেল পুরস্কারের সঙ্গে থাকবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার) অর্থমূল্যের পুরস্কার, একটি সনদ এবং একটি পদক।

ছয়টি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হলেও শান্তিতে নোবেলই বিশ্বের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সক্রিয়ভাবে এ পুরস্কারের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। তাঁকে একাধিক দেশ ও নেতা শান্তিতে নোবেলের জন্য মনোনয়নও দিয়েছিলেন।

নোবেল কমিটির সভাপতি ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস বলেন, নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে আমরা নানা ধরনের প্রচারণা, গণমাধ্যমের চাপ দেখেছি। প্রতি বছর হাজারো মানুষ আমাদের কাছে লেখেন, তাদের কাছে শান্তি কী অর্থ বহন করে। এই কমিটি এমন এক কক্ষে বসে যেখানে সাহস ও সততার প্রতীক হয়ে আছেন পূর্বের বিজয়ীরা। আমরা সিদ্ধান্ত নিই কেবল কাজের ভিত্তিতে, আলফ্রেড নোবেলের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে।

ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। তিনি প্রায়ই নিজেকে তুলনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে, যিনি ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের অল্প কিছুদিন পরেই কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রচারে অবদানের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পেয়েছিলেন।

গত সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “সবাই বলে আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। আমি সাতটি যুদ্ধের ইতি টেনেছি। কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এর কাছাকাছিও যেতে পারেননি।”

প্রথা অনুযায়ী, প্রতি বছর নোবেল পুরস্কার ঘোষণার সময়সূচি একই থাকে—প্রথমে চিকিৎসাবিজ্ঞানে, এরপর পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং সর্বশেষ অর্থনীতিতে পুরস্কার ঘোষণা করা হয়।