
নোবেল শান্তি পুরস্কার থেকে বঞ্চিত হলেও শান্তির জন্য কাজ চালিয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।
শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি ২০২৫ সালের শান্তি পুরস্কার ঘোষণা করে। এবার বিজয়ী হয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সিদ্ধান্তটি ঘোষণার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে কমিটির সমালোচনা করে জানায়, ‘শান্তির পরিবর্তে তারা রাজনীতিকেই প্রাধান্য দিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি সম্পাদন, যুদ্ধ বন্ধ করা এবং মানবজীবন রক্ষায় অবিচলভাবে কাজ করে যাচ্ছেন। তার রয়েছে মানবিক হৃদয় এবং একাগ্র ইচ্ছাশক্তি। এমন নেতৃত্ব খুব কমই দেখা যায়, যিনি নিজের দৃঢ় সংকল্পে অসম্ভবকেও সম্ভব করে তোলেন।
হোয়াইট হাউসের মতে, নোবেল কমিটির সিদ্ধান্ত ট্রাম্পের অবদানকে খাটো করতে পারবে না। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, “নোবেল পুরস্কার না পেলেও প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির উদ্যোগ অব্যাহত থাকবে। প্রকৃত শান্তির মূল্য কোনো পুরস্কারে নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনে।”




























