
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে কার্যত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলেছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের মুখ ও দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। তবে পুরস্কার জয়ের পর তিনি নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন খোদ ট্রাম্পকেই।
শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি মারিয়াকে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করে। পুরস্কার ঘোষণার পর এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক পোস্টে মারিয়া কোরিনা মাচাদো লেখেন, ‘ভেনেজুয়েলার নাগরিকদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ায় আমাদের আন্দোলন নতুন শক্তি পাবে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা রাখি—যেমনটি রাখি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের সব গণতান্ত্রিক দেশের নাগরিকদের উপর।’
তিনি আরও লেখেন, ‘আমি এই পুরস্কার ভেনেজুয়েলার কষ্টে থাকা জনগণ এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলনের পাশে দাঁড়ানো প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।’
মারিয়া কোরিনা মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের আহ্বান আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে।




























