
বলিউডের চতুর্থ প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর খোলাখুলিভাবে স্বীকার করেছেন- তিনি নেপোটিজম বা পারিবারিক প্রভাবের সুফল পেয়েছেন। তবে একই সঙ্গে জানিয়েছেন, শুধু ‘কাপুর’ উপাধি নিয়ে সফল হওয়া সম্ভব নয়, নিজস্ব পরিচয় গড়ে তোলাই টিকে থাকার একমাত্র উপায়।
“আমি নেপোটিজমের ফল, জীবনটা সহজেই শুরু হয়েছিল। কিন্তু বুঝেছিলাম, শুধু পরিবার নয়, নিজের ব্যক্তিত্ব ও প্রতিভা দিয়েই জায়গা করে নিতে হবে,” বলেছেন রণবীর কাপুর।
তিনি আরও যোগ করেন, “আমার পরিবারে যেমন অনেক সফলতার গল্প আছে, তেমনি অনেক ব্যর্থতারও ইতিহাস আছে। আমি জানতাম, নিজেকে আলাদা করে প্রমাণ না করতে পারলে টিকে থাকতে পারব না।”
অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুরের পুত্র রণবীর কাপুর এ কথা বলেন মুম্বাইয়ের ‘হুইসলিং উডস’ চলচ্চিত্র ইনস্টিটিউটে আয়োজিত ‘সেলিব্রেট সিনেমা ২০২৫’ উৎসবে। সেখানে তিনি অংশ নেন ‘রাজ কাপুর ও গুরু দত্তকে শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক এক সেশনে।
রণবীর বলেন, “ছোটবেলায় আমার কাছে পরিবারটা ছিল একেবারে সাধারণ। বুঝতেই পারিনি আমরা এত বড় এক চলচ্চিত্র পরিবারে জন্মেছি। তবে সময়ের সঙ্গে বুঝেছি, সিনেমা বানানো একক কোনো কাজ নয়- এটা অনেক শিল্পী, কারিগর আর সৃষ্টিশীল মানুষের সম্মিলিত প্রচেষ্টা।”
তিনি তাঁর প্রপিতামহ কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের বাণী স্মরণ করে বলেন, “তিনি বলেছিলেন- ‘সবার দেশের সেবায় নিয়োজিত হওয়া উচিত।’ আমি সেই কথাতেই বিশ্বাস করি। শিল্পী হিসেবে যদি আমরা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারি, তার চেয়ে বড় কিছু আর নেই।”
‘ওয়েক আপ সিড’, ‘রকস্টার’, ‘বরফি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং সাম্প্রতিক ‘অ্যানিমাল’ ছবির মাধ্যমে অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রণবীর কাপুর।
আগামী বছর তিনি আবারও বড় পর্দায় ফিরছেন সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে আছেন স্ত্রী আলিয়া ভাট ও অভিনেতা ভিকি কৌশল। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদে (২০ মার্চ)। এছাড়া নিতেশ তিওয়ারির বহুল আলোচিত ‘রামায়ণ’ চলচ্চিত্রেও দেখা যাবে রণবীরকে, যেখানে তিনি অভিনয় করছেন ভগবান রাম চরিত্রে এবং রাবণের ভূমিকায় থাকছেন অভিনেতা ইয়াশ। এই ছবির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ এর দীপাবলিতে।
রণবীর কাপুরের কথায়, “সিনেমা একনায়কতন্ত্র নয়, এটি একধরনের বিবাহ- যেখানে শিল্পীরা একসঙ্গে স্বপ্ন দেখে, একে অপরকে অনুপ্রাণিত করে। সফলতা নয়, অনুপ্রেরণাই আসল জয়।”
সূত্র: ডিএনএ



























