
দলের ৮০ বছর পূর্তিতে কিমের নতুন অস্ত্র প্রদর্শন
শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটি নতুন হাইপারসনিক গ্লাইড যান এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে এক সামরিক কুচকাওয়াজে এই অস্ত্রগুলি প্রদর্শিত হয়। খবর সিএনএনের।
কুচকাওয়াজে প্রদর্শিত অস্ত্রের মধ্যে ছিল হোয়াসং-১১এমএ হাইপারসনিক ওয়ারহেড এবং হোয়াসং-২০ আইসিবিএম, যেগুলোকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দেশের “সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা” হিসেবে বর্ণনা করেছে।
উল্লেখ্য, কিম জং উন সম্প্রতি বেইজিং সফরে বড় কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন। সেখানে তিনি চীনা সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং চীনের শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়ানোর বিরল সুযোগ পান। পরে তিনি চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার ঘোষণা দেন এবং নতুন উদ্যমে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।
হোয়াসং-১১এমএ মডেলটি হোয়াসং-১১ সিরিজের ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ, যা রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নতুন মডেলটিতে ‘বুস্ট-গ্লাইড যান’ ওয়ারহেড যুক্ত করা হয়েছে, যা লক্ষ্যবস্তুর দিকে অনিয়মিত পথ অনুসরণ করে চলতে পারে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্তকরণ বা বাধা দেওয়া অত্যন্ত কঠিন। এটি শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে চলতে সক্ষম, তাই ‘হাইপারসনিক’ হিসেবে পরিচিত।




























