
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন লন্ডনে। গত মাসের শেষ দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার একমাত্র ছেলে মিরাজ মইন জয়। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই এই কিংবদন্তি নায়ককে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।
তবে সহ-অভিনেত্রী রোজিনা কাঞ্চনের অসুস্থতার খবর জানতেন অনেক আগেই। জুলাই মাসেই তিনি প্রথম জানতে পারেন প্রিয় সহ-অভিনেতার ব্রেন টিউমারের বিষয়টি। তিনি জানান, “আমি তখন লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। এরপর কানাডায় যেতে হয়, তবে সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছিলাম কাঞ্চনের পরিবারের সঙ্গে।”
সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় তাকে দেখতে যান। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “অসুস্থ হলেও মানসিকভাবে কাঞ্চনকে খুব দৃঢ় মনে হয়েছে। আমরা গল্প করেছি, ছবি তুলেছি। কিছুটা দুর্বল দেখালেও নিয়মিত নামাজ পড়ছেন, ধীরে ধীরে কথা বলছেন। মাঝে মাঝে কিছু ভুলে যান, তবে তাকে ভালোই লেগেছে আমার।”
সহ-অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন, “তার সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, শান্ত ও ভদ্র মানুষ। কাজের প্রতি তার ভালোবাসা ও অধ্যবসায়ই তাকে আজও দর্শকের হৃদয়ে জায়গা করে দিয়েছে।”
বর্তমানে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনের বিখ্যাত হার্লি স্ট্রিট ক্লিনিকে, যেখানে তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন অনকোলজিস্ট ড. ভিনায়া। গত আগস্টে তার মাথায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।
প্রসঙ্গত, কাঞ্চনের অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত ও সহকর্মীদের মধ্যে চলছে দোয়া ও প্রার্থনার ধারা। চলচ্চিত্রাঙ্গনের অনেকেই জানিয়েছেন, শিগগিরই এই প্রিয় নায়কের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।





















