মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ অক্টোবর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় এক দিনেই ফিরল ৫০ হাজার ফিলিস্তিনি


gaza

যুদ্ধবিরতি শুরুর নিজ ঠিকানায় ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি

দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দ্বিতীয় দিনেই গাজায় ফিরেছেন প্রায় ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শনিবার (১১ অক্টোবর) এই প্রত্যাবর্তনের তথ্য জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, “শুক্রবার থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ গাজা নগরে ফিরে এসেছেন। শুধু শনিবারেই ফিরেছেন ৫০ হাজারেরও বেশি।”

যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে অনেকে খুঁজে পেয়েছেন ভাঙা ঘরবাড়ি ও হারানো স্মৃতি। কেউবা সামান্য স্বস্তি পেয়েছেন—বাড়িটা এখনো টিকে আছে দেখে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, রাজা সালমি নামে এক ফিলিস্তিনি নারী কয়েক ঘণ্টা হাঁটতে হাঁটতে ফিরে যান নিজের বাড়িতে। সেখানে পৌঁছে দেখেন, ঘর বলে কিছুই আর নেই।

তিনি বলেন, “প্রতিটি পদক্ষেপে ভয় ছিল—বাড়িটা থাকবে কি না। কিন্তু গিয়ে দেখি, সব ধ্বংস হয়ে গেছে। এখন শুধু ধুলো আর স্মৃতি।”

গত কয়েক সপ্তাহের বিমান ও স্থল অভিযানে গাজা নগরীর বহু এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে ফিরে আসা হাজারো ফিলিস্তিনি এখন নতুন করে বেঁচে থাকার আশায় ঘুরে বেড়াচ্ছেন নিজেদের ভগ্ন শহরে।

নিউজ পাওয়া যায়নি