
হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারও ধরা পড়লেন রোমান্টিক মুহূর্তে। এবার এক বিলাসবহুল ইয়টে তাঁদের গভীর চুম্বনের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪০ বছর বয়সী কেটি পেরি কালো সুইমসুট পরে ইয়টের ডেকে বসে আছেন। পাশে ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো- শার্টবিহীন অবস্থায়, পরনে শুধু জিনস। দুজনকে একে অপরকে জড়িয়ে ধরে গভীর চুম্বনে মগ্ন অবস্থায় ধরা পড়ে ক্যামেরায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঘটে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “তাঁরা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। তারপর হঠাৎই চুম্বন শুরু করেন। প্রথমে চিনতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে নিশ্চিত হই।”
পেরি ও ট্রুডোর প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় গত জুলাইয়ে, যখন দুজনকে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায়। এরপর তাঁদের দেখা গেছে পার্কে হাঁটতে ও কনসার্টে পাশাপাশি বসে। ট্রুডোকে কেটি পেরির ‘লাইফটাইমস’ ট্যুরেও দেখা যায় দর্শক সারিতে।

আগস্টে এক সূত্র দাবি করেছিল, প্রচারণা ও মিডিয়ার বাড়াবাড়িতে তাঁদের সম্পর্ক কিছুটা ‘ঠান্ডা’ হয়ে গেছে। তবে নতুন ছবিগুলো সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তাঁদের সম্পর্কের দৃঢ়তা আরও স্পষ্ট করেছে।
কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের অবসান ঘটান। তাঁদের একটি কন্যাসন্তান- ডেইজি ডাভ (৫)। অন্যদিকে জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো থেকে আলাদা হন। তাঁদের তিন সন্তান- জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।
তবে সম্পর্ক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি কেটি পেরি বা জাস্টিন ট্রুডো। নতুন এই রোমান্টিক ছবিগুলো প্রকাশের পর তাঁদের প্রেম নিয়ে আলোচনা নতুন করে মুখর বিনোদনজগত।