
বিসিপিএস-এর নবনির্বাচিত কমিটি
দেশের বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ বা কমিউনিকেশন পেশাজীবীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটি (বিসিপিএস)। সংগঠনটির সূচনা হয়েছিল ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশনস ফোরাম (বিডিসিএফ)’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। পরে শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে আয়োজিত প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নাম ও কাঠামো ঘোষণা করা হয়।
নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ, ভাইস চেয়ারম্যান সাজিয়া শারমিন আর সদস্যসচিব হয়েছেন মাসুদ রানা। ১০ সদস্যের এ কমিটির অন্য সদস্যরা হলেন এহসানুর রহমান জিয়া, অমিত দাস, জুলিয়েট মন্ডল, সাহস মোস্তাফিজ, জাকিয়া হক নীলা, সাজিয়া আফরিন এবং আসাদ রাসেল।
সংগঠনটির নিবন্ধন ও অন্যান্য আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান চেয়ারপারসন টনি মাইকেল গোমেজ। তিনি বলেন, ‘কৌশলগত কমিউনিকেশন এখন সময়ের দাবি। আগামী দিনে যোগাযোগ পেশাজীবীদের সক্ষমতা বাড়ানো, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং গণমাধ্যম ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলা হবে বিসিপিএসের মূল লক্ষ্য।’
সদস্যসচিব মাসুদ রানা বলেন, ‘আমরা চেয়েছি যোগাযোগ পেশাজীবীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে। আজ বিসিপিএসের আত্মপ্রকাশের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা নতুন অধ্যায়ে প্রবেশ করল।’
বিসিপিএসের নেতারা জানান, সংগঠনটি ভবিষ্যতে প্রশিক্ষণ, গবেষণা, এবং পেশাগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নিতে কাজ করবে।




















