মঙ্গলবার । ডিসেম্বর ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৩ অক্টোবর ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার

‘লাপাতা লেডিজ’ এর ঝুলিতে ১৩ পুরস্কার, এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা


Filmfare
২৪টি মনোনয়ন পেয়ে শুরু থেকেই ছিল হট ফেবারিট- শেষ পর্যন্ত বাজিমাত করল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’। সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে ছবিটি।

শনিবার রাতে গুজরাটের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। করণ জোহর, শাহরুখ খান ও মনীশ পালের সঞ্চালনায় আয়োজনটি রূপ নেয় তারকাবহুল উৎসবে।

আলিয়ার রেকর্ড ও বিতর্ক

‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। এর মাধ্যমে টানা তিনবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি। এখন তাঁর ঝুলিতে মোট ছয়টি ‘ব্ল্যাক লেডি’ ট্রফি—কাজল ও নূতনের রেকর্ড ভেঙে একক আধিপত্য গড়লেন আলিয়া।

তবে তাঁর এই জয়কে ঘিরে চলছে ব্যাপক বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বলছেন, আলিয়ার পুরস্কার বলিউডে স্বজনপ্রীতির সংস্কৃতিকে আরও জোরদার করেছে। আবার কেউ মনে করছেন, এবারের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে- কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম ও টাবুর তুলনায় আলিয়া যথার্থভাবেই সেরা।

সেরা অভিনেতা কার্তিক আরিয়ান

‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় প্যারা অলিম্পিক স্বর্ণপদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদ মুরলিকান্ত পেটকারের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কার্তিক আরিয়ান।

সেরা ছবি ও নির্মাতা

প্রত্যাশিতভাবেই ‘লাপাতা লেডিজ’ পেয়েছে সেরা ছবির খেতাব। ছবিটির জন্য সেরা নির্মাতার পুরস্কার উঠেছে কিরণ রাওয়ের হাতে। এছাড়া একই ছবির রবি কৃষাণ ও ছায়া কদম যথাক্রমে সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

সেরা নবাগত অভিনেতা হয়েছেন লক্ষ্য লালওয়ানি (‘কিল’), সেরা নবাগত অভিনেত্রী নিতাংশি গোয়েল (‘লাপাতা লেডিজ’), আর সেরা নবাগত পরিচালক হয়েছেন আদিত্য সুহাস জাম্বলে (‘আর্টিকেল ৩৭০’)।

সমালোচকদের পছন্দে রাজকুমার ও প্রতিভা

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও, ‘শ্রীকান্ত’ ছবিতে ভারতীয় শিল্পপতি শ্রীকান্ত বোল্লারের চরিত্রে অভিনয়ের জন্য।

সেরা অভিনেত্রী হয়েছেন ‘লাপাতা লেডিজ’ এর প্রতিভা রান্তা। সমালোচকদের চোখে সেরা সিনেমার খেতাব পেয়েছে সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’।

সংগীতে রাজ অরিজিৎ ও মধুবন্তীর

সংগীত বিভাগেও আধিপত্য দেখিয়েছে ‘লাপাতা লেডিজ’। ছবির জনপ্রিয় গান ‘সাজনি’র জন্য সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন অরিজিৎ সিং, সেরা গীতিকার প্রশান্ত পান্ডে, আর ছবিটি জিতেছে সেরা মিউজিক অ্যালবামের পুরস্কারও।
অন্যদিকে ‘স্ত্রী ২’ সিনেমার হিট গান ‘আজ কি রাত’ গেয়ে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন মধুবন্তী বাগচী।

আজীবন সম্মাননা ও বিশেষ পুরস্কার

এবারের ফিল্মফেয়ার আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল। সুবর্ণজয়ন্তী পূর্ণ করা ক্লাসিক সিনেমা ‘শোলে’ পেয়েছে ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ডস।

আরডি বর্মণ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সংগীতশিল্পী অচিন্ত ঠক্কর (‘জিগরা’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’)।অনুষ্ঠানে মনোমুগ্ধকর পারফর্মেন্সে মাতিয়ে তোলেন কৃতি শ্যানন, অনন্যা পান্ডে ও আরও অনেকে।

এক নজরে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ীদের তালিকা:

সেরা অভিনেতা- অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (জিগরা)

সেরা অভিনেতা (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- রাজকুমার রাও (শ্রীকান্ত)

সেরা অভিনেত্রী (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- প্রতিভা রান্তা (লাপতা লেডিজ)

সেরা পার্শ্ব অভিনেতা- রবি কিষাণ (লাপতা লেডিজ)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ছায়া কদম (লাপতা লেডিজ)

সেরা ছবি (ক্রিটিকস) – আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)

সেরা অভিনেত্রী (ডেবিউ)- নীতাংশি গোয়েল (লাপতা লেডিজ)

সেরা অভিনেতা (ডেবিউ)- লক্ষ্য (কিল)

সেরা পরিচালক (ডেবিউ)- কুণাল খেমু (মাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকল ৩৭০)

সেরা কাহিনি- আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকল ৩৭০)

সেরা সংলাপ- স্নেহা দেশাই (লাপতা লেডিজ)

সেরা মিউজিক অ্যালবাম- রাম সম্পাত (লাপতা লেডিজ)

সেরা লিরিক্স- প্রশান্ত পাণ্ডে (লাপতা লেডিজ)

সেরা গায়ক- অরিজিৎ সিং (লাপতা লেডিজ)

সেরা গায়িকা- মধুবন্তী বাগচি (স্ত্রী ২)

সেরা ছবি- লাপতা লেডিজ

সেরা পরিচালক- কিরণ রাও (লাপতা লেডিজ)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- রাম সম্পাত (লাপতা লেডিজ)

সেরা সাউন্ড ডিজাইন- সুভাষ সাহু (কিল)

সেরা ভিএফএক্স- রিডিফাইন (মুঞ্জা)

সেরা কোরিওগ্রাফি- বস্কো সিজার ( ব্যাড নিউজ, তওবা তওবা)

সেরা সম্পাদনা- শিবকুমার ভি পানিকার (কিল)

সেরা পোশাক- দর্শন জালান (লাপতা লেডিজ)

সেরা প্রোডাকশন ডিজাইন- ময়ূর শর্মা (কিল)

সেরা সিনেমাটগ্রাফি- রাফে মহম্মদ (কিল)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- জিনাত আমন ও শ্যাম বেনেগাল

সঙ্গীতে প্রতিভাশালীদের জন্য আরডি বর্মন অ্যাওয়ার্ড- অচিন্ত্য ঠক্কর (জিগরা ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি)

নিউজ পাওয়া যায়নি