
২০২৫ সালের বক্স অফিসে দাপট দেখিয়ে যাচ্ছে ঋষভ শেঠি পরিচালিত পৌরাণিক অ্যাকশনধর্মী ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেও ছবিটি ধরে রেখেছে বক্স অফিসে রাজত্ব।
২ অক্টোবর গান্ধী জয়ন্তী ও দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার সিনেমাটি দ্বিতীয় শনিবার ও রবিবারে ভারতে মোট ৭৮ কোটি রুপি আয় করেছে। ফলে দেশীয় নেট আয় দাঁড়িয়েছে ৪৩৮ কোটি রুপিতে।
বিশ্বব্যাপী আয়েও ছবিটি রেকর্ড গড়ছে। মুক্তির প্রথম ১০ দিনে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ আয় করেছিল ৫৬০ কোটি রুপি। একাদশ দিনের শেষে এর বৈশ্বিক মোট আয় দাঁড়ায় ৬১৪ কোটি রুপিতে। এর মাধ্যমে এটি ‘সাইয়ারা’কে ছাড়িয়ে ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির মর্যাদা পেয়েছে বলে জানিয়েছে বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’।
এর আগে আহান পান্ডে ও আনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ ছবিটি চলতি বছরের শুরুতে বিশ্বব্যাপী ৫৭০ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ এখনও পর্যন্ত বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি- এর মোট বৈশ্বিক আয় ৮০৭ কোটি রুপি। অর্থাৎ ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর সর্বকালের শীর্ষে পৌঁছাতে আরও প্রায় ২০০ কোটি রুপি আয় করতে হবে।
গুলশন দেবাইয়া, রুকমিণী বসন্ত ও জয়ারামসহ একঝাঁক তারকা অভিনীত এই সিনেমাটি নির্মিত হয়েছে প্রথম ‘কান্তারা’-এর এক হাজার বছর আগের সময়কে কেন্দ্র করে। প্রাক-ঔপনিবেশিক কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে স্থাপিত গল্পে তুলে ধরা হয়েছে ভুত কোলা আচার–অনুষ্ঠানের প্রাচীন শিকড়।
ছবিটি প্রযোজনা করেছে বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া, তাদের প্রযোজনা সংস্থা হোম্বালে ফিল্মসের ব্যানারে।
সূত্র: ডিএনএ





















