
ছবি: সংগৃহীত
ইতালির রাজধানী রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিরকুমাছিমু এলাকায় তারা বিক্ষোভে অংশ নেন। এসময় তাদের হাতে ব্যানার–ফেস্টুনসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ইতালি আওয়ামী লীগের মার্কে আনকোনা শাখার ইস্রাফিল মল্লিক ও নাছির উদ্দিন খানের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় রোমে পৌঁছান। তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে অতিথি বক্তা হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।





























