
ফাইল ছবি
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আজ (১৪ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। মিরাজদের সামনে মূল চ্যালেঞ্জ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো। পাশাপাশি নজরে থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ।
ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর এবার টাইগারদের লক্ষ্য ওয়ানডেতে আত্মসমর্পণ এড়িয়ে লড়াই দেখানো।
দলের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। নাঈম শেখকে দেখা যেতে পারে, আর ফিরতে পারেন তাসকিন আহমেদ। তবে মিডল অর্ডার এখনও বড় সমস্যা। একমাত্র তাওহীদ হৃদয় ছাড়া মিডল অর্ডারে নেই শক্তিশালী ব্যাটার। মিরাজ, জাকের আলী ও সোহানরা ঘুরে ফিরে খেলছেন। মিরাজের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠেছে, পাশাপাশি তার অধিনায়কত্বের ৯ ম্যাচে মাত্র এক জয়ও এখন কাঠগড়ায়।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ রশিদ খান। প্রথম দুই ম্যাচে তিনি ইতিমধ্যেই ৮ উইকেট নিয়েছেন। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের ব্যাটারদের রশিদ খানকে সামলাতে হবে এবং তার গুগলি বোলের বিপক্ষে কম ব্যাকফুটে খেলার চেষ্টা করতে হবে।
শেষ ম্যাচে মিডল অর্ডারে দেখা যেতে পারে ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি মূলত চার নম্বরে খেলেন। টাইগারদের জন্য চূড়ান্ত লড়াই শুরু, হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো এবং সিরিজের সম্মান রক্ষাই এখন লক্ষ্য।