
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিরতি ম্যাচে প্রতিপক্ষ হংকং। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
গত ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগে শেষ মুহূর্তের গোলে পরাজিত হয়েছিল জামাল ভূঁইয়ারা। তাই আজকের ম্যাচ শুধু প্রতিশোধের নয়, বরং টুর্নামেন্টে টিকে থাকার লড়াইও বটে। এই ম্যাচে হার মানেই এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন ভেঙে যাবে লাল-সবুজের প্রতিনিধিদের।
তবে এবার টেলিভিশনে দেখা যাবে না ম্যাচটি। ফুটবলপ্রেমীদের জন্য সুখবর—ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ-হংকংয়ের এই গুরুত্বপূর্ণ লড়াই।
প্রথম লেগের ম্যাচটি ঘরের মাঠে দেখিয়েছিল টি স্পোর্টস।
এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে তিন ম্যাচ শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই হামজা-মামুনুলদের জন্য।