
বাংলাদেশের কিশোর সাহিত্য জগতের এক উজ্জ্বল ও জনপ্রিয় ‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া … রাজিউন)। বুধবার (১৫ অক্টোবর) কিডনির ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে শৈশবের একটি বড় অংশ কেটেছে ফেনীতে। সেখানেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে চাকরিতে যোগ দিলেও অফিসের সীমাবদ্ধ জীবন তাঁকে টানতে পারেনি। অবশেষে লেখালেখিকেই জীবনের পথ হিসেবে বেছে নেন তিনি।
রকিব হাসানের লেখকজীবনের শুরু সেবা প্রকাশনীর হাত ধরেই। প্রথম দিকে বিশ্বসাহিত্যের ক্ল্যাসিক বই অনুবাদের মধ্য দিয়ে প্রবেশ করেন সাহিত্যজগতে। পরে টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা, কিশোর অভিযানসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন।
তবে তাঁর সবচেয়ে বড় পরিচয়—বাংলাদেশের অগণিত কিশোর পাঠকের প্রিয় ‘তিন গোয়েন্দা’ সিরিজ। রবার্ট আর্থারের The Three Investigators অবলম্বনে লেখা হলেও রকিব হাসান তাঁর নিজস্ব কাহিনি বিন্যাস, ভাষা ও চরিত্র নির্মাণে এটিকে দিয়েছেন এক অনন্য দেশীয় রূপ। ফলে সিরিজটি হয়ে উঠেছে বাংলাদেশের কিশোর পাঠকদের শৈশবের অবিচ্ছেদ্য অংশ।
নিজ নামের পাশাপাশি রকিব হাসান লিখেছেন একাধিক ছদ্মনামে। “শামসুদ্দীন নওয়াব” নামে তিনি অনুবাদ করেছেন জুল ভার্নের বিশ্ববিখ্যাত বইগুলো।
বাংলাদেশের পাঠকসমাজে রকিব হাসান শুধু একজন লেখক নন—তিনি এক প্রজন্মের স্বপ্ন, কৌতূহল আর অভিযানের অনুপ্রেরণা। তাঁর সৃষ্টি ‘তিন গোয়েন্দা’ বেঁচে থাকবে অগণিত কিশোর মনের কল্পনার দুনিয়ায়, দীর্ঘদিন ধরে যেমন তিনি ছিলেন পাঠকদের হৃদয়ে।