
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “সব কেন্দ্রের চূড়ান্ত তথ্য এখনো হাতে আসেনি, তবে সার্বিকভাবে বলা যায়- প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।” তিনি আরও জানান, সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ভোট পড়েছে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ। অন্য অনুষদগুলোর ফল ধীরে ধীরে আসছে।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্রে প্রার্থী ও তাঁদের সমর্থকেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভোটে উৎসাহ জোগান। ক্যাম্পাসজুড়ে ছিল নির্বাচনী উৎসবের আমেজ।
তবে ভোট চলাকালে কিছু অভিযোগও ওঠে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে- কিছু কেন্দ্রে সইবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে এবং অমোচনীয় কালি মুছে যাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া কিছু কেন্দ্রে অব্যবস্থাপনার কথাও তুলে ধরে তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।
কমিশনের দাবি, সব কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়েছে এবং সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে ছিল। এখন শুধু ফলাফল ঘোষণার অপেক্ষা।
চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে প্রকৌশল অনুষদে ৪ হাজার ৩৬ জন, কলা ও মানববিদ্যা অনুষদে ৫ হাজার ২৬৩ জন, বিজ্ঞান অনুষদে ৪ হাজার ৫৩৮ জন, সমাজবিজ্ঞান অনুষদে ৬ হাজার ৬০৬ জন এবং ব্যবসায় প্রশাসন অনুষদে ৭ হাজার ৭৩ জন ভোটার ছিলেন।