
ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস জানায়, বৃহস্পতিবার আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দেশটির আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। শহরটির জনসংখ্যা ৬২ হাজারের বেশি।
তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।